প্রভাস-দীপিকার ‘কল্কি’র প্রথম দিনের আয় ১৮০ কোটি!

মুক্তি পেয়ে প্রথম দিনেই রেকর্ড ব্রেকিং আয় করল দক্ষিণী তারকা প্রভাস ও বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’। বৃহস্পতিবার শুধু ভারতীয় বক্স অফিসেই ৯৫ কোটি টাকায় আয় করেছে সাইন্স ফিকশন এ সিনেমাটি।
এর মধ্যে শুধু তেলেগু ভার্সনেই ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে ‘কল্কি’। হিন্দি ভার্সনে আয় ২৪ কোটি। সব মিলিয়ে মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১৮০ কোটি টাকা ঘরে তুলেছে ‘কল্কি’। আয়ের পাশাপাশি দর্শকদের থেকেও ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি।
‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এখানে প্রভাস ও দীপিকা রয়েছেন মুখ্য ভূমিকায়। গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে আছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, দক্ষিণী মেগাস্টার কমল হাসান এবং বলিউড নায়িকা দিশা পাটানি।
(ঢাকাটাইমস/২৮জুন/এজে)

মন্তব্য করুন