সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯০ শতাংশই দুর্নীতিগ্রস্ত: জাপা এমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৪, ২১:৪৪
অ- অ+

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯০ শতাংশই দুর্নীতিগ্রস্ত অভিযোগ করেছেন বিরোধী দল ও জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য (এমপি) হাফিজ উদ্দিন আহম্মেদ।

এই দুর্নীতি কমাতে চাকরিতে প্রবেশের সময় সম্পদের বিবরণী দাখিল বাধ্যতামূলক করার পরামর্শ দেন তিনি। বলেন, পদক্ষেপ নিলে দুর্নীতিরোধ সম্ভব হবে।

শনিবার জাতীয় সংসদের অধিবেশনে অর্থবিল ২০২৪ এর সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে কথা বলছিলেন জাপার এই সংসদ সদস্য। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, কাস্টমসে যারা চাকরি করে তাদের প্রত্যেকের ঢাকা শহরে দুইটা-তিনটা বাড়ি। বন বিভাগের যারা চাকরি করেন তাদের দুইটা-তিনটা করে সোনার দোকান। প্রধানমন্ত্রী যদি পদক্ষেপ নেন তাহলে দুর্নীতিরোধ করতে পারব। নাহলে যে হারে লাগামহীনভাবে বড় বড় কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি করছেন, আমরা কী করব? আমরা অসহায়। অনেক সরকারি কর্মকর্তা আছেন তারা অসহায়। কারণ এখানে ৯০ শতাংশ লোকই ওইদিকে (দুর্নীতি), ১০-১৫ শতাংশ লোক ভালো থেকে কী করবে?

দুর্নীতি কমাতে চাকরিতে প্রবেশের সময় সম্পদের বিবরণী দাখিল বাধ্যতামূলক করার পরামর্শ দিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় আমার কী সম্পদ আছে তা হলফনামায় দিয়ে থাকি। তারপর পাঁচ বছর পরে নির্বাচনে আবার হলফনামা দিই। সেখানে সম্পত্তি কত বাড়ল, ১০০ গুণ না ৫০০ গুণ বাড়ল তা পত্রিকায় নিউজ হয়। আমাদের আমলানামা চলে আসে। কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা প্রথমে চাকরিতে ঢুকেন তাহলে তারা যদি হলফনামা দিতেন, তারপর ৫-১০ বছর হলফনামা দিতে এবং তাদের আলোচনা-সমালোচনা হত তাহলে দুর্নীতির চাবিটা বন্ধ হত, নাহলে বন্ধ হবে না।

জাপার এই সংসদ সদস্য বলেন, এমপি সাহেবদের যেভাবে আমলনামা আছে, প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আমলনামা তৈরি করা হয় তাহলে মনে হয় দুর্নীতিরোধ করা যাবে।

দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ফলে সরকার সব জায়গাতেই প্রশংসিত সে বিষয়টিও উঠে আসে হাফিজ উদ্দিনের বক্তব্যে। বলেন, সরকার অনেক প্রশংসা পেয়েছে। কিন্তু শুধু দুর্নীতি বন্ধ করতে পারলে সোনার অক্ষরে যেভাবে ইতিহাসে বঙ্গবন্ধুর নাম রয়েছে, প্রধানমন্ত্রীর নামও সেভাবে লেখা থাকবে। পদক্ষেপ নিলে দুর্নীতিরোধ সম্ভব হবে।

বক্তব্যে তিনি প্রতিটি নির্বাচনি এলাকায় এমপিদের জন্য অফিস করে দিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

(ঢাকাটাইমস/২৯জুন/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের আলোচনায় সেই হ্যাপি, মুফতি স্বামীর বিরুদ্ধে মামলা
এলো পোস্টার, কবে শুরু ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন?
আগামী পাঁচ দিন ঝরবে বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণ
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা