জামালপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কারাগারে 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৪, ১৮:৩৫| আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৮:৩৮
অ- অ+

জামালপুরের মাদারগঞ্জে ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার বিকাল ৪টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ আদেশ দেন।

ঘটনায় মাদারগঞ্জের বালিজুড়ীর বাজারে রায়হান রহমতুল্লাহ রিমুর সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছে।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসলে উচ্চ আদালত থেকে সপ্তাহের জামিনে আসেন তিনি। জামিনের মেয়াদ শেষে আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন তিনি। পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু।

(ঢাকাটাইমস/০১ জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান জিতলে বাংলাদেশ জিতবে: প্রস্তুতি সভায় এস এ সিদ্দিক সাজু
কুমিল্লায় যুবলীগ সভাপতি ওমানী কাশেম গ্রেপ্তার
উত্তরা ইউনিভার্সিটিতে পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত
বেনাপোলে ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা