লঙ্কান লিগে আজ খেলতে নামবেন তাসকিন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৪, ১৬:১৪
অ- অ+

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা নামতে না নামতেই গতকাল পর্দা উঠেছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। আর আজ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামবেন তাসকিন আহমেদ।

পাল্লেকেলেতে ক্যান্ডি ফ্যালকন্সের মুখোমুখি হচ্ছে তাসকিনের দল কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এবারই প্রথমবার এলপিএলে সুযোগ পেয়েছেন তাসকিন। তাকে নিলাম থেকে ৫০ হাজার ডলারে কেনে কলম্বো স্ট্রাইকার্স। এবার মাঠে প্রমাণের অপেক্ষা।

গতকাল ডাম্বুলা সিক্সার্সের হয়ে অবশ্য একদমই ভালো করতে পারেননি বাংলাদেশের অপর দুই ক্রিকেটার। তাওহিদ হৃদয় ২ বলে মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন। মোস্তাফিজ নিজের প্রথম বলে উইকেট পেলেও এরপর করেছেন যাচ্ছেতাই বোলিং। ৩ ওভারে ৪৪ রান খরচ করে নেন একটি উইকেট।

মোস্তাফিজ-হৃদয়ের বাজে পারফরম্যান্সের দিনে জিততে পারেনি তাদের দলও। উদ্বোধনী ম্যাচে ক্যান্ডি ফ্যালকন্সের কাছে ৬ উইকেটে হেরেছে ডাম্বুলা।

জয় দিয়ে শুরু করা ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষেই আজ ম্যাচ তাসকিনদের। সব ঠিকঠাক থাকলে আজই লঙ্কান লিগে অভিষিক্ত হবেন টাইগার এই গতিতারকা।

(ঢাকাটাইমস/০২ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা