ভারতের শিরোপা উদযাপনের আগে তুমুল বৃষ্টি ওয়াংখেড়েতে 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৪, ১৮:২১
অ- অ+

১৭ বছর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। তবে বিশ্বকাপ জেতার পর থেকে বার্বাডোজে আটকা ছিল ভারত দল। অবশেষে দীর্ঘ ১০৫ ঘণ্টা পর বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে দিল্লি পৌঁছায় ভারত দল। ক্রিকেটাররা নিজ দেশে ফেরার পরই দিনভর নানা অনুষ্ঠান রাখা হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। যদিও সেখানে তুমুল বৃষ্টি হচ্ছে এখন। এর মধ্যেই বৃষ্টি উপেক্ষা করে গোটা স্টেডিয়াম প্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মুম্বাই বিমানবন্দর থেকে বাসে নরিম্যান পয়েন্টে যাবেন রোহিত, বিরাটরা। সেখানে একটি বিশেষ ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাসে চেপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন তারা।

বিশ্বজয়ীদের স্বাগত জানাতে মুম্বাই বিমানবন্দরের ভেতরে ও বাইরে জড়ো হয়েছেন হাজার হাজার সমর্থক। বিশ্বকাপ জেতার আনন্দে শামিল হয়েছে গোটা ভারত। সবার হাতেই পোস্টার।

বিশ্বকাপ জয়ের পর বেরিল ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকা পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। অবশেষে আজ (বৃহস্পতিবার) সকালে নিজ দেশে ফিরেছে রোহিত শর্মারা।

বিমানবন্দরে ক্রিকেটারদের সাদর অভ্যর্থনা জানিয়েছে ভক্তরা। তখনই মোটামুটি একটি উদযাপন সেরে নিয়েছে তারা। বিমানবন্দর থেকে এরপর ভারতীয় দল দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে বিশ্রাম সেরে তারা সাক্ষাত করতে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সি পরে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রোহিতরা।

এসময় অধিনায়ক রোহিত শর্মা ও দলটির সদ্যবিদায়ী কোচ রাহুল দ্রাবিড় বিশ্বকাপ ট্রফি তুলে দেন মোদির হাতে। এসময় আরও উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট রজার বিনি ও সচিব জয় শাহ। প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনার শেষে প্লেয়ার ও স্টাফরা রওনা দেন মুম্বাইয়ের উদ্দেশে।

(ঢাকাটাইমস/০৪ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা