গাড়ির ব্রেক পরীক্ষা করতে গিয়ে নিরাপত্তাকর্মীকে ধাক্কা, হাসপাতালে নিলে মৃত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৪, ২০:৪৮
অ- অ+
এ ঘটনায় গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়

রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় একটি ভবনের নিরাপত্তাকর্মী মারা গেছেন। নিহতের নাম মো. ফজলুল হক সোহাগ (২৮)। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ভবনের বাসিন্দা মফিদুল ইসলাম এদিন সকালে পার্কিংয়ে গাড়ির ব্রেক পরীক্ষা করছিলেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ বলেন, বৃহস্পতিবার সকাল আটটার দিকে পার্কিংয়ে ব্যক্তিগত গাড়িতে বসে ব্রেক পরীক্ষা করছিলেন ভবনের বাসিন্দা মফিদুল ইসলাম। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান ফটকের কাছে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মী সোহাগকে ধাক্কা দেয় এবং ফটক ভেঙে বেরিয়ে যায়।

আবদুল আহাদ আরও বলেন, আহত অবস্থায় সোহাগকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহাগের বাড়ি নেত্রকোনায়। তার স্বজনদের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। তারা ঢাকায় এলে মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা