বিচারপতির নাম ভাঙিয়ে ঘুসগ্রহণ, হাইকোর্টের দুই কর্মচারী আটক

বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে হাইকোর্টের দুই কর্মচারীকে আটক করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইকোর্ট কর্তৃপক্ষ মো. রশিদ (৩৮) ও মো. হাফিজ (৩৪) নামে দুই কর্মচারীকে বুধবার আটক করে রাখে। তাদের বিরুদ্ধে বিচারপতির নাম ভাঙিয়ে ঘুসগ্রহণের অভিযোগ আনা হয়েছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আরিফ ঢাকা টাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত দুজন থানা হাজতে আছেন। রাত ৯টার দিকে তাদেরকে হাইকোর্ট থেকে আটক করে থানায় আনা হয়। এর আগে হাইকোর্ট কর্তৃপক্ষ তাদের আটক করে রাখে এবং থানায় খবর দেয়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই আরিফ।
(ঢাকাটাইমস/১০জুলাই/পিএস/কেএম)

মন্তব্য করুন