বিভক্ত হয়ে পড়েছে জবির কোটাবিরোধী আন্দোলনকারীরা

চাকরির সকল গ্রেডে ও সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটা নিরসনের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া নিয়ে বিভক্তি দেখা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মধ্যে।
বৃহস্পতিবার দুপুর ৩টায় আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় একদল শিক্ষার্থী। অপরদিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা বলছেন, আমাদের নেতৃত্ব মানা হচ্ছে না। এক গ্রুপ আন্দোলনে যেতে চাইলেও আরেক গ্রুপ যেতে চাচ্ছে না। তাই আমরা সাউন্ড সিস্টেম ফেরত পাঠিয়ে দিচ্ছি। যেসব শিক্ষার্থী আন্দোলন করবে তারা নিজ দায়িত্বে শাহবাগে অবস্থান করছে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী শাহিন আলম শান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আন্দোলনে যেতে নিরুৎসাহিত করছেন। এর মধ্যে সাধারণ শিক্ষার্থীরা কোনো নেতৃত্ব ছাড়াই শাহবাগের দিকে গিয়েছে। আমাদের নেতৃত্ব মানা হচ্ছে না।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা ক্যাম্পাসে গিয়ে শুনেছি, যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আজ আন্দোলনে যেতে চাচ্ছেন না। তাই আমরা নিজেরাই শাহবাগে যাচ্ছি। রাজপথে নেমেছি অধিকার আদায় করতে। নির্বাহী বিভাগের কাছ থেকে নতুন পরিপত্রের মাধ্যমে জটিলতা নিরসন তথা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা থামছি না, আমাদের আন্দোলন চলবে।’
উল্লেখ্য, গতকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ কোটা পুনর্বহালে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন। এ আদেশের পরও কোটা সংস্কার করে আইন পাশের মতো নির্দেশনা না পেলে কর্মসূচি চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা।
(ঢাকাটাইমস/১১জুলাই/পিএস)

মন্তব্য করুন