রাজধানীতে তীব্র জলাবদ্ধতা: ডুবেছে বহু এলাকা, সড়কে বিকল গাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ১২:৪৭| আপডেট : ১২ জুলাই ২০২৪, ১২:৪৯
অ- অ+

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেক জায়গায় ব্যক্তিগত গাড়ি, সিএনজি বিকল হয়েছে। এতে স্বাভাবিক যানচলাচল বিঘ্নিত হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে থাকতে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা রাজধানীজুড়ে ঝুম বৃষ্টি হয়েছে। এই তিন ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে, প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে গিয়ে রাস্তায় অনেক গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি করেছে। এজন্য রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে গেছে

ডুবে যাওয়া এলাকাগুলো হলো__ ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, বাংলামোটর, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড, মিরপুর মাজার রোড ইত্যাদি।

আজ সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও বেসরকারি চাকরিজীবী কিংবা খেটে খাওয়া মানুষ যারা জীবিকার টানে ঘরের বাইরে বের হয়েছেন তারা পড়েছেন সবচেয়ে বিপাকে। বৃষ্টির কারণে সড়কে যানবাহন কমই দেখা গেছে।

ছুটির দিন হলেও বেসরকারি চাকরিজীবী কিংবা খেটে খাওয়া মানুষ ঘরের বাইরে বের হয়েছেন

অন্যদিকে তীব্র জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা। বৃষ্টিতে সড়কে কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমেছে। যানবাহন কম থাকায় ভিজে ভিজেই পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে অনেককে। তুমুল বৃষ্টিতে ভিজে হাঁটুপানি পেরিয়েই গন্তব্যে পৌঁছাচ্ছেন অনেকেই।

(ঢাকাটাইমস/১২জুলাই/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পাঠানো হচ্ছিল বাংলাদেশিদের, মানব পাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার
ফেব্রুয়ারি নির্বাচনকে স্বাগত, ডিজিটাল ভোট ও নিরপেক্ষ সরকারের দাবি ইমাম হায়াতের
যশোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা