কুড়িল-গাউছিয়া রুট
বিআরটিসির আর্টিকুলেটেড বাসের ঈর্ষণীয় সাফল্য

২০১৭ সাল থেকে কুড়িল-গাউছিয়া রুটে স্বল্প খরচে জনগনের সেবা দিয়ে আসছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। ১০টি বাস দিয়ে যাত্রা শুরু করা এই রুটটিতে যাত্রীদের চাপ থাকায় বিআরটিসির বর্তমান চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলামের নির্দেশনায় আরও ১৮টি বাস যুক্ত করা হয়। বর্তমানে ২৮টি বাস নিয়মিত চলাচল করছে এই রুটে।
কুড়িল-গাউছিয়া রুটে একমাত্র গণপরিবহন বিআরটিসি। এই রুটে সংস্থাটির মোট চারটি কাউন্টার রয়েছে। ২৭ কিলোমিটারের অধিক দূরত্বের এই পথটিতে বিআরটিসি বাসে করে মাত্র ৬০ টাকায় পাড়ি দিতে পারেন যাত্রীরা। যার কারণে এই রুটে চলাচলকারী সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিআরটিসির আর্টিকুলেটেড বাস।
এই রুটে চলাচলকারী একাধিক যাত্রী জানান, বিআরটিসি বাসে স্বল্প খরচে গন্তব্যে পৌঁছাতে পারেন। কাউন্টারগুলোতেও বেশিক্ষণ অপেক্ষা করে না। ভোগান্তিবিহীন যাত্রার জন্য বিআরটিসি বাসই তাদের পছন্দের।
এই রুটের বেশকিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিস রয়েছে। শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া সুবিধা রয়েছে। স্বল্প ভাড়ায় যাতায়াতের জন্য বিআরটিসি বাস এই রুটের যাত্রীদের পছন্দের তালিকায় প্রথমে রয়েছে।
বিআরটিসির এই সাফল্যে ঈর্ষাণিত হয়ে একটি চক্র বিআরটিসিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিআরটিসির সাফল্য যারা সহ্য করতে পারে না, তারা নানাভাবে বিআরটিসিকে সাফল্যে বাঁধা দেওয়ার ষড়যন্ত্র করছে।
(ঢাকাটাইমস/১২জুলাই/এলএম/এসআইএস)

মন্তব্য করুন