চীন সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

চীনে তিন দিনের দ্বিপক্ষীয় সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে তিনি চীনে রাষ্ট্রীয় সফরের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রবিবার বিকাল চারটায় এ সংবাদ সম্মেলন শুরু হয়। সরকারের কয়েকজন মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন।
বরাবরের মতই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
প্রতিবেশী রাষ্ট্র ভারত সফরের দুই সপ্তাহ পর চীনের প্রধানমন্ত্রীর লি চিয়াংয়ের আমন্ত্রণে গেল ৮ জুলাই বেইজিংয়ে যান শেখ হাসিনা। চীনে এটি তার চতুর্থ সফর; এর আগে ২০১০, ২০১৪ ও ২০১৯ সালে দেশটিতে সফর করেন বাংলাদেশের সরকারপ্রধান।
এবার চার দিনের সফর শেষ করে গত প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা থাকলেও এক দিন আগে বুধবার ফেরেন তিনি। বেইজিংয়ে তিন দিন ব্যস্ত সময় পার করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এবারের চীন সফরে দুদেশের মধ্যে ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয় এবং সাতটি প্রকল্পের ঘোষণা আসে। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ও প্রধানমন্ত্রী লি চিংয়াং এর সঙ্গে বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সফরের শেষ দিন ১০ জুলাই সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
দ্বিপাক্ষিক বা রাষ্ট্রীয় সফরে বিদেশ গেলে অভিজ্ঞতা জানাতে সব সময় সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এতে সফর নিয়ে একটি লিখিত বিবৃতি ছাড়াও প্রশ্ন করার সুযোগ পান গণমাধ্যমকর্মীরা। প্রশ্নোত্তর পর্বে সফরের বাইরেও সাম্প্রতিক অর্থনৈতিক বা রাজনৈতিক বিষয়গুলোও উঠে আসে।
প্রধানমন্ত্রী সবশেষ গত ২৫ জুন সংবাদ সম্মেলনে এসেছিলেন তার ভারত সফরের অভিজ্ঞতা জানাতে। এর আগে গত ২ মে প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে এসেছিলেন।
(ঢাকাটাইমস/১৪জুলাই/ডিএম)

মন্তব্য করুন