আন্দোলনে সংঘাত এড়াতে পুলিশ সর্বোচ্চ ধৈর্য ধরেছে: বিপ্লব

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেছেন, শিক্ষার্থীদের লাঠিচার্জ কিংবা মারধরের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ চেষ্টা করেছে আইনশৃঙ্খলা রক্ষায় যতটুকু ধৈর্য ধরা প্রয়োজন ততটুকু ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। কোটাবিরোধী আন্দোলনে কোনো ধরনের সংঘাত যেন না হয় সে লক্ষ্যে কাজ করছে পুলিশ।
রবিবার গুলিস্তানে শিক্ষার্থীদের আন্দোলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিপ্লব কুমার সরকার বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে পুলিশ সর্বোচ্চ ধৈর্য ধরে কাজ করছে। ডিএমপির সব ইউনিটের সব পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষায় যা করা প্রয়োজন আমরা তাই করছি।
আরেক প্রশ্নের জবাবে ডিএমপির এ যুগ্ম পুলিশ কমিশনার বলেন, শুরুতেই আমরা যদি কাউকে মারপিট করি সেটা সমাধান নয়। শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করছি। পুলিশ সর্বোচ্চ ধৈর্য ধরে, কোনো ধরনের সংঘাত যেন না হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
জনদুর্ভোগের বিষয়ে বিপ্লব কুমার সরকার বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগের সব সদস্যের এজন্য অত্যন্ত কষ্ট হচ্ছে। যানজট কীভাবে নিরসন করা যায় এবং জনগণকে কীভাবে স্বস্তি দেওয়া যায় সে ব্যাপারে পুলিশ কাজ করছে। জনদুর্ভোগ যেন না হয় সেজন্য শিক্ষার্থীসহ সবাইকে অনুরোধ জানান ডিএমপির এই কর্মকর্তা।
কোটা সংস্কারের দাবিতে টানা কয়েকদিন ধরে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। আজও পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন। এর আগে শুক্রবার ও শনিবার পৃথক দুটি মামলা হলে তা বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মামলা প্রত্যাহারের বিষয় এখনি আসছে না। মামলা হয়েছে। তদন্ত হবে এরপরই তা টিকবে না বাতিল হবে বোঝা যাবে। আগেই তো বাতিল হবে না সেই ইস্যু আসছে না। এসময় তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান করেন।
ঢাকাটাইমস/১৪জুলাই/এসএস/ইএস

মন্তব্য করুন