ইউরোর ইতিহাসে প্রথমবার ছয়জন জিতলেন গোল্ডেন বুট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৪, ১০:৫৫
অ- অ+

পর্দা নামলো ইউরো কাপের ১৭তম আসরের। যেখানে ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন। সেই সঙ্গে ১২ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচলো তাদের। এদিকে ইউরোতে প্রথমবারের মতো ছয়জন একসঙ্গে জিতলেন গোল্ডেন বুটের পুরষ্কার।

রবিবার (১৪ জুলাই) জার্মানির বার্লিনে হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্পেন। স্পেনের হয়ে গোল দুটি করেন নিকো উইলিয়ামস ও মিকেল অরিজাবাল। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি শোধ করেন কোলে পালমার।

এদিকে এবারের ইউরো নতুন এক রেকর্ড গড়েছে। প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে গোল্ডেন বুটের শিরোপা জিতেছেন ৬ জন ফুটবলার। যারা প্রত্যেকেই আলাদা দেশের। অবশ্য সেমিফাইনালের ম্যাচ শেষেই উয়েফা জানিয়েছিল গোল্ডেন বুটের নতুন নিয়মের কথা।

যেখানে বলা হয়েছিল গোলসংখ্যায় যে এগিয়ে থাকবে, তিনিই জিতবেন গোল্ডেন বুট। আর একাধিক সংখ্যক ফুটবলারের গোলের সংখ্যা সমান হলে সবাই যুগ্মভাবে গোল্ডেন বুট জিতবে।

তাই ফাইনালের ম্যাচে তাকিয়ে ছিলেন সবাই। কেননা দানি ওলমো ও হ্যারি কেইন দুজনই তিন গোল করে শীর্ষে ছিলেন। তাই তাদের সামনে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এ দু’জনের কেউই ফাইনালে গোল করতে পারেননি। ম্যাচে দারুণ খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি ওলমোর। অন্যদিকে, হ্যারি কেইনকে ৬১ মিনিটেই কোচ মাঠ থেকে তুলে নেন।

আর এতে করে প্রথমবারের মতো এত বেশি সংখ্যক গোল্ডেন বুটজয়ী ফুটবলার দেখল ইউরো টুর্নামেন্ট। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন গোল করেছেন ছয়জন ফুটবলার।

যে ছয়জন গোল্ডেন বুট জিতেছেন

১. হ্যারি কেইন (ইংল্যান্ড)

২. দানি ওলমো (স্পেন)

৩. কডি গাকপো (নেদারল্যান্ডস)

৪. জামাল মুসিয়ালা (জার্মানি)

৫. জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া)

৬. ইভান শ্রানজ (স্লোভাকিয়া)

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা