মধ্যরাতে বিএনপি কার্যালয়ে অভিযানে ককটেল–লাঠি উদ্ধার, আটক ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ০০:৫৬| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৩:০০
অ- অ+

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দিনভর সহিংসতার পর রাতে রাজধানীর নয়াপলন্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ওই অভিযান চালানো হয়। এসময় কয়েক শ লাঠিসোঁটা, ককটেল উদ্ধারের পাশাপাশি কয়েকজনকে আটক করা হয়েছে।

অভিযান ঘিরে কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্যের উপস্থিতি দেখা গেছে।

শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি, জামায়াত-শিবির ঢুকে পড়েছে, গত দুই দিনে সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও নেতাদের কাছ থেকে এমন বক্তব্য আসছিল। এরই মধ্যে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। এছাড়া সাংগঠনিকভাবে নয়, কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আজ থেকে মাঠে থাকার কথা জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল নেতারা। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে। এরই মাঝে মঙ্গলবার দিবাগত রাতে জাতীয় প্রেসক্লাবের সামনে দুইটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ অবস্থায় বিএনপি কার্যালয়ে অভিযানে গেল গোয়েন্দা পুলিশ। অভিযানের নেতৃত্বে রয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ।

​​​​​​অভিযানে বিএনপি কার্যালয় থেকে পাঁচ শতাধিক বাঁশের লাঠি, শতাধিক ককটেল, সাতটি দেশি-বিদেশি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ডিএমপির ডিবিপ্রধান।

অভিযানে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাসহ সাতজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ অনেকে দৌড়ে পালিয়েছেন বলে জানান ডিবিপ্রধান।

ঢাকাটাইমস/১৭জুলাই/এলএম/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেনাবাহিনীর সর্বনাশ হয়েছে র‌্যাবের কারণে: সম্পাদক মাহমুদুর রহমান
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬
ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে: রাশেদ প্রধান
দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা