পদ্মা সেতুর যানচলাচল স্বাভাবিক করল র‍্যাব-পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৪:১৭| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৪:২৯
অ- অ+

সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার পর ফের চালু হয়েছে পদ্মা সেতু।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া প্রধান সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় কিছুক্ষণের জন্য বন্ধ হয় পদ্মা সেতুর যান পারাপার। পরে র‍্যাব ও পুলিশ তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

একইদিন দুপুর ২টার দিকে র‍্যাব থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের দ্বারা সাময়িক সময়ের জন্য পদ্মা সেতু বন্ধ হওয়া। পরবর্তীতে র‍্যাব ও পুলিশের মাধ্যমে চালু হয় পারাপার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে ওই এলাকায় র‍্যাবের অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক শতাধিক শিক্ষার্থী। গতকালই দেশের সরকারি-বেসরকারি সকল শিক্ষার্থী প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ
সারা দেশে জুনে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
‘হাত-পা ছাড়াই জন্ম নেওয়া’ সেই লিতুন জিরার এসএসসিতেও চমক
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা