পদ্মা সেতুর যানচলাচল স্বাভাবিক করল র‍্যাব-পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৪:১৭| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৪:২৯
অ- অ+

সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার পর ফের চালু হয়েছে পদ্মা সেতু।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া প্রধান সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় কিছুক্ষণের জন্য বন্ধ হয় পদ্মা সেতুর যান পারাপার। পরে র‍্যাব ও পুলিশ তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

একইদিন দুপুর ২টার দিকে র‍্যাব থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের দ্বারা সাময়িক সময়ের জন্য পদ্মা সেতু বন্ধ হওয়া। পরবর্তীতে র‍্যাব ও পুলিশের মাধ্যমে চালু হয় পারাপার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে ওই এলাকায় র‍্যাবের অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক শতাধিক শিক্ষার্থী। গতকালই দেশের সরকারি-বেসরকারি সকল শিক্ষার্থী প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা