থমথমে জাবি, মুখোমুখি পুলিশ ও আন্দোলনকারীরা

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৪:২৬| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৫:২৯
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময়ে পুলিশের সঙ্গে সাঁজোয়া যানও দেখা যায়।

বুধবার বেলা ১ টার দিকে শহীদ মিনারের সামনে দুই পক্ষের এ মুখোমুখি অবস্থান দেখা যায়। এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে ক্যাম্পাসে দেড় শতাধিক পুলিশ ও সাঁজোয়া যান প্রবেশ করে।

এ সময় আন্দোলনকারীদের দুইজন প্রতিনিধি পুলিশের সঙ্গে আলোচনা করেন। আন্দোলনকারী বলেন, আমরা চাই হল খালির সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে আসুক। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোন পুলিশি হামলা না হোক। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি, আমাদের হল ভ্যাকেন্ট যেন না হয়। তারা এই সিদ্ধান্ত নিলে আমরা সবাই হলে অবস্থান করবো।

পুলিশের উদ্দেশ্যে তারা বলেন, ‘আমরা চাই আমাদের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ না আসুক।আপনারা ফিরে যান। আমরা একটা প্রতিনিধি দল শিক্ষকদের সাথে আলোচনার জন্য পাঠিয়েছি। আশা করি সিন্ডিকেট তার হল ভ্যাকেন্ট এর সিদ্ধান্ত থেকে সরে আসবেন।’

এর আগে মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ও বুধবার বিকাল চারটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। সেই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে বুধবার বিকাল ৪ টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হলো।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভয়ংকর হয়ে উঠে ছিলেন এসপি আব্দুল মান্নান, বরখাস্ত করল সরকার
মাধবপুর উপজেলা আ.লীগের নেতা গ্রেপ্তার  
চট্টগ্রামের টেস্ট: প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ, তাইজুলের ফাইফার
যশোরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা