ঢামেকে ভর্তি গুলিবিদ্ধ ৩ শিক্ষার্থী, সাংবাদিকসহ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৯:১৬
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের গায়েবানা জানাজা ও কফিন মিছিলে পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এতে অন্তত তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন নারী শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া সাউন্ডে গ্রেনেডে আহত হয়েছেন ৫ সাংবাদিকসহ অন্তত ১৫ জন। অন্যদিকে সকাল থেকে অন্তত ৩০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিয়েছেন।

বুধবার বিকালে ঢাবির ভিসি চত্বরে গতকাল সারাদেশে নিহতদের উদ্দেশে আয়োজিত গায়েবানা জানাজা শেষে কফিন মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। দফায় দফায় সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় আহত হয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন অন্তত পাঁচ সাংবাদিক। একইসঙ্গে গুলিবিদ্ধ হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

ঘটনাস্থল থেকে ঢাকা টাইমসের নিজস্ব প্রতিবেদক মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, এক নারী শিক্ষার্থীসহ তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিতে আহত শিক্ষার্থীদের দুজন হলেন আফসানা জুঁই ও আব্দুল হান্নান মাসুদ। অন্য একজনের পরিচয় এখনো জানা যায়নি।

অন্যদিকে আহত ঢাবির দুই শিক্ষার্থীর পায়ে ছররা গুলির অসংখ্য চিহ্ন রয়েছে বলে জানিয়েছে ঢামেক সূত্র।

এদিকে সাউন্ডে গ্রেনেডে আহত সাংবাদিকদের মধ্যে আছেন দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক জনি রায়হান ও আকরাম হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন ও নিউজ প্রভাতের নিজস্ব প্রতিবেদক হুমায়ুন আহমেদ।

একই এলাকায় কোটা আন্দোলনকারীদের মারধরে আহত হয়েছেন বলে জানিয়েছেন সময় টিভির চিত্রগ্রাহক রতন। এছাড়া নীলক্ষেত এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মারধরের শিকার হওয়ার কথা জানিয়েছেন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক পুলিশ সদস্য।

বিকালে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বর্তমানে ছয় সাংবাদিক ও দুই শিক্ষার্থী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সকাল থেকে অন্তত ৩০ জন ঢামেকে চিকিৎসা নিতে এসেছেন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা