সিদ্ধিরগঞ্জে উত্তাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার দাবি জানিয়ে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করছেন সিদ্ধিরগঞ্জসহ আশপাশের কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থী। এতে উত্তাল মহাসড়ক।
বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে ফের মহাসড়কে অবস্থান নেন এই শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মহাসড়কের শিমরাইল মোড় অংশে বিক্ষোভ করছেন। এতে চট্টগ্রামমুখী আঞ্চলিক লেনে যানচলাচল বন্ধ রয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর ভূমিকায় সড়কে অবস্থান করতে দেখা গেছে। একদিকে শিক্ষার্থী এবং অপর পাশে প্রশাসনের কর্মকর্তারা।
আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, তারা যৌক্তিক আন্দোলন করছে, তাদের বাধা দেওয়া হলেও মাঠ ছাড়বে না।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, শিক্ষার্থীরা সকালে নামার পর আমরা তাদের বুঝিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। পরবর্তী প্রায় ৩০ মিনিট পর তারা আবার সড়কে অবস্থান নিয়েছে। আমরা সড়কে রয়েছি।
(ঢাকা টাইমস/১৮জুলাই/এসএ)

মন্তব্য করুন