বগুড়া শহরজুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

কোটা সংস্কারের দাবিতে সকাল থেকে বগুড়া শহরের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে।
শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ছে। বিপরীত দিক থেকে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। ইতোমধ্যে কয়েক শিক্ষার্থীসহ বেশ কজন পথচারী আহত হয়েছেন।
এ ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের নিরাপত্তায় বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
এর আগে বৃস্পতিবার বেলা ১১টায় বগুড়ার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে লাঠিসোটা হাতে বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের সাতমাথার দিকে অগ্রসর হয়। সেখানে শিক্ষার্থীদের একাংশ বেলা সোয়া ১১টার দিকে এলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও ছররা গুলি ছোড়ে। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
কিছুক্ষণ পরে বিভিন্ন দিক থেকে আবারও শিক্ষার্থীরা সাতমাথায় জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ দূরত্বে গিয়ে পাল্টা ইটপাটকেল ছোড়েন। এরপর সাতমাথা রণক্ষেত্রে পরিণত হয়।
এদিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, কলোনী, বনানী এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে।
বেলা ১১টার আগে বগুড়ায় মোটামুটি যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। শহরের ভেতর দোকানপাটও খোলা ছিল। তবে বর্তমানে সাতমাথা ও এর আশপাশের এলাকা প্রায় জনশূন্য। দোকানপাটও বন্ধ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে আছে।
(ঢাকাটাইমস/১৮জুলাই/মোআ)

মন্তব্য করুন