টাঙ্গাইলে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১৪১

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৪, ১৪:১৩
অ- অ+

টাঙ্গাইলে আন্দোলনকারীদের হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ছয় দিনে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলন শুরু হলে গত শুক্রবার টাঙ্গাইলে ব্যাপক সহিংস ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ছাড়া বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। তিনটি পুলিশ বক্সে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। পুলিশের সাতটি গাড়ি ভাঙচুর করেছে। এসব ঘটনায় ২৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের কাউকে হাসপাতালে ভর্তি, আবার কাউকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসব ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগ নেতারা বাদী হয়ে ১০টি মামলা করেছেন। এর মধ্যে টাঙ্গাইল সদরে তিনটি, মধুপুরে তিনটি, ধনবাড়ীতে একটি, কালিহাতীতে দুটি ও ঘাটাইলে একটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা