ভারত সিরিজের আগে জোড়া ধাক্কা শ্রীলঙ্কা দলে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১৬:২৯
অ- অ+

সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভরাডুবি ঘটে তাদের। বিশ্বকাপে ব্যর্থতার পর ভারত বিপক্ষে সিরিজ দিয়ে হতাশা ঝেড়ে ফেলতে চায় শ্রীলঙ্কা। তবে নিজেদের মাটিতে খেলতে নামার আগেই তারা জোড়া ধাক্কা খেয়েছে।

বড় সিরিজ বা টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কার পেসারদের ছিটকে পড়া যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চোটের কারণে গত বছর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে শীর্ষ সারির একাধিক পেসারকে পায়নি শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে ছিটকে গেলেন দুই পেসার দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।

দুই তারকা পেসারের ছিটকে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন লঙ্কান দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গদা। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেছেন, থুসারার ইনজুরি তার নন-বোলিং হাতে। তবে সেটি তার ছিটকে যাওয়ার জন্য যথেষ্ট। গতকাল (বুধবার) শ্রীলঙ্কা যখন ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করছিল, তখন ফিল্ডিং প্র্যাকটিসের সময় তার হাতে আঘাত লাগে।

এর আগে চামিরার অসুস্থতার কথা উল্লেখ করে তার পরিবর্তে আসিথা ফার্নান্দোকে দলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এবার নতুন করে চোটের কারণে ছিটকে যাওয়া থুসারার বদলে নেওয়া হয়েছে দিলশান মাদুশঙ্কাকে। থুসারার বাঁ হাতের একটি আঙুল ভেঙে গেছে বলে জানানো হয়।

চলতি বছর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি একাদশের নিয়মিত সদস্য থুসারা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি দলের সেরা বোলারদের একজন। গ্রুপপর্ব শেষেই টুর্নামেন্টটি থেকে বিদায় নিশ্চিত করে লঙ্কানরা। যেখানে তাদের হয়ে তিন ম্যাচে থুসারা ৮ উইকেট শিকার করেন। এর আগে বাংলাদেশ সিরিজে হ্যাটট্রিকসহ সংক্ষিপ্ত ফরম্যাটের একটি ম্যাচে ২০ রানে ৫ উইকেট শিকার করেছিলেন এই ডানহাতি পেসার।

প্রসঙ্গত, আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কার তিন ম্যাচের সিরিজ। যেখানে দুটি দলই নতুন অধিনায়কের অধীনে খেলতে নামবে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপ শেষেই ফরম্যাটটিকে বিদায় বলেছেন। অন্যদিকে, লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা নেতৃত্ব ছেড়েছেন কয়েকদিন আগে। ফলে এই সিরিজে ভারতের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব ও লঙ্কানদের নেতৃত্বে চারিথ আসালাঙ্কা।

(ঢাকাটাইমস/২৫ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা