উপজেলা নির্বাচনের অভিযোগ নিষ্পত্তিতে ৬৪ জেলায় ট্রাইব্যুনাল গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ২০:২৫
অ- অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের অনিয়ম, অপরাধের অভিযোগ নিষ্পত্তি করতে দেশের ৬৪ জেলায় নির্বাচনি ট্রাইব্যুনাল আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি) প্রত্যেক জেলার যুগ্ম জেলা দায়রা জজ এবং জেলা দায়রা জজের সমন্বয়ে নির্বাচনি ট্রাইব্যুনাল নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাচন আইন অনুযায়ী, ভোটের ফলাফল গেজেট আকারের প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ট্রাইব্যুনালে আবেদন করতে হয়। ট্রাইব্যুনাল সেই আবেদন নিষ্পত্তি করে আবেদনের পরবর্তী ১৮০ দিনের মধ্যে। আবেদনকারী সেই নিষ্পত্তিতে সন্তুষ্ট না হলে আপিল করতে পারেন নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে। নির্বাচনি ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তিকে নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে হয়। আর আবেদনের পরবর্তী ১৮০ দিনের মধ্যে আপিল আবেদন নিষ্পত্তি করেন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল।

গত মে থেকে পাঁচ ধাপে দেশের উপজেলাগুলোয় ভোটগ্রহণ করে ইসি, যা জুন শেষ হয়। এই নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী বা প্রার্থীর পক্ষে যেকোনো ব্যক্তি নির্বাচনি ট্রাইব্যুনালে ভোট বাতিলসহ নানা অভিযোগ নিষ্পত্তির জন্য আবেদন করতে পারবেন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এই মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন: মির্জা ফখরুল 
সরকারি হস্তক্ষেপে বিমানের টিকিটের দাম কমেছে ৭৫ শতাংশ
শ্রীপুরে কারখানায় ডাকাতি
খুলনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা