ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যান চলাচল, কয়েকদিনে টোল আদায়ে ধস

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারী ও দুষ্কৃতকারীদের সহিংসতা দমন করতে জারি হওয়া টাঙ্গাইলে কারফিউ শিথিল হওয়ার প্রায় এক সপ্তাহ পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকা, ময়মনসিংহ ও উত্তরবঙ্গগামী দূরপাল্লার গণপরিবহনসহ সকল ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসছে।
তবে, শিক্ষার্থীদের আন্দোলন ও কারফিউের কারণে যমুনা নদীর ওপর নির্মিত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায়ে ধস নেমেছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাইয়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম প্রান্ত দিয়ে যানবাহন পারা হয় ১৪ হাজার ৭৭৮টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। ১৯ জুলাই ১৩ হাজার ৯৮৬ পরিবহনের বিপরীতে টোল আদায় ১ কোটি ১৭ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা, ২০ জুলাই ৮ হাজার ৮৪৩টি পরিবহনের বিপরীতে ৭১ লাখ ৬ হাজার ৪০০ টাকা, ২১ জুলাইয়ে ৭ হাজার ৩০৬ পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৫৯ লাখ ১৪ হাজার ৩০০ টাকা, ২২ জুলাইয়ে ৯ হাজার ৩১৬ পরিবহনের বিপরীতে ৭৩ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা ও ২৩ জুলাইয়ে ১১ হাজার ৯০৭ পরিবহনের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে ৯৯ লাখ ৮৩ হাজার ৭০০ টাকা।
সর্বশেষ গত মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১২টা থেকে বুধবার (২৪ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত মোট ১২ ঘণ্টায় ৭ হাজার ২৭৭টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, কয়েক দিনের তুলনায় গত মঙ্গলবার রাত থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। কিন্তু কোটা সংস্কারের আন্দোলন ও কারফিউ জারির কারণে স্বাভাবিকের তুলনায় অনেক কম যানবাহন পারাপার হয় এবং টোল আদায়ও কম হয়েছে।
(ঢাকা টাইমস/২৬জুলাই/এসএ)

মন্তব্য করুন