ফাইয়াজের কোমরে দড়ি বাঁধা ভুল ছিল, হাইকোর্টকে জানাল রাষ্ট্রপক্ষ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় গ্রেপ্তার ১৭ বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল। দড়ি বেঁধে আদালতে হাজির করায় শিশু আইনের ব্যত্যয় হয়েছে।
বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মো. মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার রাষ্ট্রপক্ষ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ একথা বলেন।
রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করে নেওয়ায় এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ড. শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও শেখ মো. মোরসেদ।
আইন লঙ্ঘন করে ফাইয়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে রবিবার জনস্বার্থে রিট করেন আইনজীবী ড. শাহদীন মালিক।
এর আগে শনিবার নাশকতার মামলায় ফাইয়াজের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি আদালত।
তবে শিশু অধিকার লঙ্ঘন হওয়ায় ফাইয়াজকে শিশু আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। একইসঙ্গে রিমান্ড বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। পরে নিম্ন আদালত কিশোর ফাইয়াজের রিমান্ড বাতিল করেন।
জানা গেছে, জন্ম নিবন্ধন অনুসারে ফাইয়াজের জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে।
সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় মাতুয়াইল হাসপাতালের বিপরীত পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় ১৭ জন আসামির মধ্যে ১৬ নম্বর আসামি এ শিক্ষার্থী।
(ঢাকাটাইমস/২৯জুলাই/ডিএম)