চোখের চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাহরুখ খান

কয়েক মাস ধরে একটার পর একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আইপিএলে কলকাতার ম্যাচ চলকালীন অতিরিক্ত গরমে ‘হিট স্ট্রোক’ হয় তার। যদিও দিন কয়েকের বিরতি নিয়ে কাজে ফেরেন তিনি। অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রায় সব কয়টি অনুষ্ঠানে সপরিবার হাজির ছিলেন বাদশা।
সম্প্রতি কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খানের মায়ের শেষকৃত্যেও দেখা গেছে শাহরুখকে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তার চোখে ছিল রোদচশমা। সেটা দিন হোক বা রাত। অবশেষে সারাদিন এই রোদচশমা ব্যবহারের কারণটি জানা গেল। চোখে সমস্যা রয়েছে তার।
শোনা যাচ্ছে, মঙ্গলবার আমেরিকায় যাচ্ছেন শাহরুখ। কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। মুম্বাইয়ে চিকিৎসাও করিয়েছেন। কিন্তু তাতে সুরাহা হয়নি। এবার শোনা যাচ্ছে, অভিনেতার বাঁ চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তারই চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায়।
(ঢাকাটাইমস/৩০জুলাই/এজে)

মন্তব্য করুন