বনানীতে বাবার কবরে সমাহিত হলেন শাফিন আহমেদ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৪, ১৮:২১| আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৮:৩২
অ- অ+

অবশেষে দেশের মাটি জুটল জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের কপালে। মঙ্গলবার বিকাল সোয়া তিনটায় রাজধানীর বনানী কবরস্থানে বাবা কমল দাশগুপ্তের কবরে সমাহিত করা হয়েছে সদ্য প্রয়াত এই সংগীতশিল্পীকে। এর আগে বাদ যোহর গুলশানের আজাদ মসজিদে হয় তার জানাজা।

গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে মারা যান শাফিন আহমেদ। একটি করসার্টে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন তিনি। গত ২০ জুলাই ছিল সেই কনসার্ট। কিন্তু তার আগেই হৃদরোগে আক্রান্ত হন এই গায়ক। নেওয়া হয় হাসপাতালে।

কিন্তু শেষরক্ষা হয়নি। পাঁচ দিন চিকিৎসাধীন থেকে মারা যান তিনি। মৃত্যুকালে শাফিন আহমেদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী এবং তিন সন্তান রেখে গেছেন।

এর আগে ২০১৯ সালে কক্সবাজারে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে প্রথম হার্ট অ্যাটাক হয় শাফিনের। তখনও তার অবস্থা গুরুতর ছিল। সিসিইউতে ভর্তি ছিলেন এবং বুকে পেসমেকার বসানো হয়। এমনকি তার শরীরে সেসময় কোনো পালস না পাওয়ায় ইলেকট্রিক শক্ড পর্যন্ত দিতে হয়েছিল। সে যাত্রায় বেঁচে গেলেও এবার ফিরলেন না।

গত ২০ জুলাই মৃত্যুর খবর পেয়ে শাফিন আহমেদের মরদেহ আনতে যুক্তরাষ্ট্রে উড়ে যান তার স্ত্রী রুমানা দৌলা। অবশেষে পাঁচ দিনের মাথায় সোমবার বিকাল সাড়ে পাঁচটায় ঢাকায় পৌঁছায় গায়কের মরদেহ। আর এখন শুয়ে আছেন মাটির বিছানায়। থাকবেন অনন্তকাল।

প্রয়াত কিংবদন্তি কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম দম্পতির ছোট ছেলে শাফিন আহমেদ। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি তার জন্ম। তিনি ব্যান্ডদল মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। সলো ক্যারিয়ারেও সুনাম অর্জন করেন। এছাড়া বেশকিছু সলো এবং মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।

শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’ প্রভৃতি। সংগীতের বাইরে তিনি প্রথমে এনডিএম এবং জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা