কেরালায় ভূমিধসে প্রাণহানি ছাড়াল দেড়শ 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৪, ১৫:১০| আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৫:৩০
অ- অ+

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বৃষ্টির জেরে ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্য বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় ২০০ জন আহত এবং ধ্বংসস্তূপ, মাটির নিচে কমপক্ষে ১৮৭ জন এখনো আটকে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত সোমবার দিবাগত রাতে কেরালার ওয়ানাড় জেলার মেপ্পাদির কাছে বেশ কয়েকটা পাহাড়ি এলাকায় এ ভূমিধসের ঘটনা হয়েছে৷

রাজ্য আইনশৃঙ্খলা কর্মকর্তা এমআর অজিথ কুমার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই মুহূর্তে ফোকাস হলো আটকে পড়া লোকদের অনুসন্ধান করা এবং যতটা সম্ভব মরদেহ উদ্ধার করা।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আইজাজ বলেন, মঙ্গলবার রাতভর ২০টিরও বেশি মরদেহ পাওয়া গেছে। ৩০০ জনেরও বেশি উদ্ধারকারী কাদা এবং ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা লোকদের বের করতে কাজ করেছে, কিন্তু অত্যন্ত ভারী বৃষ্টিপাত, রাস্তা অবরুদ্ধ থাকার কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, অস্থায়ী সেতু তৈরি করে কমপক্ষে এক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। আজও সকাল থেকেই উদ্ধারকাজ চলছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে- মুন্ডাক্কাই, চোরালমালা, আত্তারমালা, নুলপুঝার মতো এলাকাগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে। ফলে এই চার জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কেরালার স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় এনডিআরএফ-সহ একাদিক বিপর্যয় মোকাবিলাকারী সংস্থার সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা রয়েছে৷ বৃষ্টি বন্ধ হয়নি, ফলে উদ্ধারকাজ চালানো বেশ কঠিন হয়ে পড়ছে।

এদিকে আরও বিপদের সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)। আগামী কয়েকদিন ওয়েনাডসহ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।

এছাড়া আরও ভূমি ধসের সতর্কতা জারি করা হয়েছে ইদুক্কি, ত্রিশূর, পালাক্কড়, মলপ্পুরম, কোঝিকোড, কন্নুর ও কাসারগড় জেলার জন্য। কমলা সতর্কতা জারি করা হয়েছে আলাপুজ়া, কোট্টায়াম ও এরনাকুলাম জেলায়।

র‌্যাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সব সরকারি সংস্থা- এসডিআরএফ, এনডিআরএফ, সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। বিমান বাহিনীর হেলিকপ্টার ত্রাণের কাজে ওয়ানাড়ে যাচ্ছে।

ভূমিধসের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে বিজেপি প্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীরা উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন তিনি।

মোদির কার্যালয় থেকে এ ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

সূত্র: এনডিটিভি, আলজাজিরা

(ঢাকাটাইমসস/৩১জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২০ সালের ১২ জুন এবং একজন আসিফ নজরুল
জাতীয় শ্রমশক্তি নিবন্ধন ব্যবস্থা ও তথ্য ভাণ্ডার গড়ে তোলার সুপারিশ শ্রম সংস্কার কমিশনের
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি ৬ মে পর্যন্ত মুলতবি
মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি আজ, সুপ্রিম কোর্টে জামায়াত নেতারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা