কবিতার ভাষায় প্রতিবাদ জানালেন তাহসান

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ১২:৫৪
অ- অ+

বিসিএসের প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে বিতর্কে জড়িয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। পরবর্তীতে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা, শিক্ষার্থীসহ অসংখ্য মানুষের প্রাণহানি, গ্রেপ্তার- এসব নিয়ে ছিলেন নিশ্চুপ। পাওয়া যায়নি তার কোনো মন্তব্য।

অবশেষে গোটা ঘটনায় প্রতিবাদ জানালেন তাহসান। তবে কবিতার ভাষায়। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে আওয়াজ তুলেছেন তাহসান। পোস্ট করেছেন কবিতার কয়েকটি লাইন। তবে কবিতাটি তিনিই লিখেছেন কি না, তা উল্লেখ করেননি। চলুন তবে দেখে আসি কী লিখেছেন তাহসান।

এতগুলো যে তাঁজা প্রাণ হারাবার

সহানুভূতির ভাষা অপ্রতুল প্রতিবার

যে কষ্ট জানে শুধু আপনজন

শুধু শহীদের পরিবার

প্রতিবাদের ভাষা নিয়ে হবে শিল্পীর ব্যবচ্ছেদ

তাই মানসিক বিবাদে তটস্থ থাকি

বেঁচে থাকতে চাই আমি এই মাতৃভূমে

আমি দেশপ্রেমিক কোনো কবি

মেরুকরণের এই দেশে

দুই মেরুর উপাখ্যান প্রতিষ্ঠার যুদ্ধে আমি সব্যসাচী নই

ক্ষমতার বলয়ের বাইরে তাই গুজবের বলি হই

জ্বালাও পোড়াও সংঘাতের বিদ্রোহী কবিতো আমি নই

শান্ত কবি স্থিরতা চায়

শুধু একটাই অনুরোধ

দেশ গড়তে হবে তোমাদের

গড়ো মেরুকরণের বিরুদ্ধে অবরোধ

চিরায়ত সংঘাতের সংস্কৃতির বিরুদ্ধে অবরোধ

আমার সূর্য আজ অস্তমিত

তোমরা নতুন রবি

করজোড়ে ক্ষমা চাই বারংবার

শুধু একজন পরাজিত কবি

এর আগে সম্প্রতি বিসিএসের প্রশ্ন ফাঁস কাণ্ডে নাম জড়িয়ে যায় তাহসান এবং তার মায়ের। ২০০৩ সালে গায়কের মা পিএসসির চেয়ারম্যান ছিলেন। তখন বিসিএসের প্রশ্ন ফাঁসের সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল। সে সময় নাকি তাহসান বিসিএসে অংশ নেন এবং পররাষ্ট্র ক্যাডারে প্রথম হন।

প্রশ্ন ওঠে, তবে কি মায়ের বদৌলতে প্রশ্ন ফাঁসের সুবিধা তাহসানও নিয়েছিলেন? যদিও পরে বিষয়টি পরিষ্কার করেন গায়ক নিজেই। তাহসান জানান, পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া তো দূর অস্ত, তিনি কোনো দিন বিসিএস পরীক্ষাতেই বসেননি। আহ্বান জানান, কেউ যেন না জেনে গুজব না ছড়ান।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে অনুষ্ঠিত বৈঠক ইতিবাচক: জোনায়েদ সাকি 
৫৪ বছর যারা দেশ চালাতে পারেনি, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে: আতাউর 
২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু
অনৈক্যের আশঙ্কা থেকে সম্ভবত আমরা পরিত্রাণ পেয়েছি: রাশেদ প্রধান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা