নিলামের পর অকারণে নাম সরিয়ে নিলে ক্রিকেটারদের শাস্তির দাবি আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের

আইপিএল খেলার জন্য নিলামে নাম দিলেও প্রতিযোগিতা শুরুর আগে সরে যাওয়ার ঘটনা বার বার ঘটেছে। ক্রিকেটারদের নাম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে চোটসমস্যা, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততাসহ বিভিন্ন ধরনের কারণ দেখানো হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে তেমন যৌক্তিক কোনো কারণ ছাড়াই নাম সরিয়ে নেন বিদেশি ক্রিকেটাররা। এই প্রবণতা বন্ধ করতে চাইছে আইপিএলের দলগুলো। সেই কারণে নতুন নিয়ম আনার প্রস্তাব দিয়েছে তারা।
বুধবার (৩১ জুলাই) আইপিএলের দলগুলোর বৈঠক ছিল। সেখানে বেশ কিছু দল একটি প্রস্তাব দেয়। নিলামে কোনও বিদেশি ক্রিকেটারকে কেনার পর তিনি আইপিএলে না খেললে সেই দলকে সমস্যায় পড়তে হয়। তাই কোনও ক্রিকেটার এমনভাবে সরে গেলে তাকে আইপিএল থেকে দু’বছরের নির্বাসিত করার প্রস্তাব দেয়া হয়েছে।
সূত্রের খবর, সব দলগুলোই এই প্রস্তাব মেনে নিয়েছে। নিয়ম হিসাবে এটা কার্যকর হবে কি না তা স্পষ্ট নয়। তবে কোনও ক্রিকেটার যদি দেশের জন্য খেলতে যান, বা চোট পেয়ে খেলতে না পারেন, বা পরিবারের কারও সমস্যার জন্য নাম সরিয়ে নিতে বাধ্য হন, আইপিএলের দলগুলো তাকে ছাড়তে রাজি আছে। কিন্তু তেমন কোনও বড় কারণ না দেখিয়ে সরে গেলে শাস্তি দেয়ার প্রস্তাব দিয়েছে তারা।
আইপিএলের দলগুলোর দাবি, বিদেশি ক্রিকেটারদের ন্যূনতম মূল্যে কেনা হলে বেশি সমস্যায় পড়তে হয়। সেই সময় ওই ক্রিকেটারের ম্যানেজার নাকি জানান, বেশি টাকা পেলে খেলতে রাজি। কিন্তু নিলামে কম টাকা পাওয়ায় খেলতে রাজি নন তিনি।
আরও একটি প্রবণতা লক্ষ্য করেছে দলগুলো। বিদেশি ক্রিকেটারেরা বড় নিলামে নিজেদের নাম লেখাচ্ছে না। মিনি নিলামে নাম লেখাচ্ছে। সে ক্ষেত্রে বেশি টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে। এটাও বন্ধ করতে চায় দলগুলো।
(ঢাকাটাইমস/০২ আগস্ট/এনবিডব্লিউ)

মন্তব্য করুন