লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে আন্দোলনকারীদের বিক্ষোভ
৯ দফা দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জেলা শহরের উত্তর তেমুহনী থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঝুমুরের ইলিশ চত্বরে এসে অবস্থান নেয়৷ সেখানে তারা দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করেন।
অন্যদিকে পুলিশ সদস্যরা কিছুটা দূরত্বে অবস্থান নেন।
আন্দোলনকারীরা তাদের ওপর শুক্রবার দুপুরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানায়, জুমার নামাজের পর জেলা শহরের চকবাজার এলাকায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হয়। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তারা বিচার দাবি করেন।
এছাড়া ঢাকাসহ সারাদেশ ছাত্র ও নিরীহ জনগণের ওপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনারও বিচারের দাবি জানিয়েছেন। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/এজে)