তিন বছরের শিশুকন্যাকে নিয়ে আন্দোলনে দম্পতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে তিন বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন বেসরকারি চাকুরীজীবী নাহিদ হাসান ও তাসনিম তারা দম্পতি। তাদের প্রত্যাশা বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠুক, যেখানে কোনো বৈষম্য্য থাকবে না।
শনিবার বিকাল সোয়া পাচটার দিকে দোয়েল চত্বর এলাকায় কথা হয় এই দম্পতির সাথে। ঢাকা টাইমসকে তারা বলেন, ‘আজ ঘরেও মানুষ ভালো থাকতে পারছে না, সব জায়গায় গুলি করে মানুষ মারা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলতে পারছে না, সারাদেশে তাদের রক্তের বন্যা বইছে, মানুষের ওপর এই অমানবিক অত্যাচারের প্রতিবাদস্বরূপ আজ আমরা এখানে এসেছি।’
নাহিদ হোসেন বলেন, ‘আজ দেশের মানুষ ন্যায্য কোনো দাবী তুললেও সেটা সরকারের বিপক্ষে গেলেই তাকে জামাত-শিবির বানিয়ে দেওয়া হয়। এসব থেকে আমরা মুক্তি চাই।’
তিনি আরও বলেন, ‘সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেজন্য এতো মানুষ মারা গেল, এর সুষ্ঠু বিচার এবং আর একটা মানুষকে যেন গুলি না করা হয়।’
এদিন নাহিদ-দোলা দম্পতির মতো একাধিক অভিভাবককে তাদের সন্তান নিয়ে শহীদ মিনারে আসতে দেখা যায়। তাদের দাবী, পরবর্তী প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ রেখে যেতে তারা আন্দোলনে আসছেন।
(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএম/এসআইএস)