নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর-আগুন, থানা লক্ষ্য করে গুলি

​​​​​​​নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৯:১৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৯ দফা দাবিতে ডাকা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুই দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সুধারাম মডেল থানায় ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি করার অভিযোগও করেছে জেলা পুলিশ।

শনিবার বিকাল সোয়া ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে দুই দফায় এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে জেলা শহর মাইজদী বিবি কনভেনশন হলের সামনে প্রধান সড়কে জড়ো হয় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড এলাকার সুপার মার্কেটের সামনের প্রধান সড়ক অবরোধ করে। পরে তারা মিছিল নিয়ে টাউন হল মোড় দিয়ে যাওয়ার সময় প্রথম দফায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে জিলা স্কুল পর্যন্ত চলে যায়। পরবর্তীতে জিলা স্কুল এলাকা থেকে ফিরে আসার সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মূল ফটকের কলাপসিপল গেইট ভাঙচুর করে ভিতরে ঢুকে নিচ তলার ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে অগ্নিসংযোগ করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে আন্দোলনকারীরা সরে গেলে স্থানীয়রা এগিয়ে এসে সড়কে জমে থাকা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিসংযোগ করা হলেও পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি। বিক্ষোভকারীরা শহরের মাইজদী নতুন বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ খান সোহেল বলেন, কোনো প্রকার উসকানি ছাড়াই আন্দোলনকারীরা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, যা উদ্দেশ্য প্রণোদিত। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, কোটা বিরোধী আন্দোলনকারীরা সুধারাম মডেল থানার সামনে দিয়ে যাওয়ার সময় থানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। একই সময় বিক্ষোভকারীদের ভিতর থেকে থানা লক্ষ্য করে গুলি করা হয়েছে। গুলিটি থানার ভবনের তৃতীয় তলার একটি জানালার কাঁচে গিয়ে লেগেছে। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি।

পুলিশ সুপার আরও জানান, আন্দোলন চলাকালীন সময় নানাভাবে পুলিশকে লক্ষ্য করে উসকানি দেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের কোনো বাধা দেয়নি।

ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ইন্টারনেট বন্ধে ক্ষতি, শেখ হাসিনাসহ ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুর-লাকসাম রেলপথ পরিদর্শন করলেন বিভাগীয় কর্মকর্তারা

খুলনা মেডিকেল কলেজের ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

চাঁদাবাজি-দখলদারি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান: সমন্বয়ক নুসরাত

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপারের যোগদান

যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ করার অভিযোগ

মামলার হাজিরা দিতে গিয়ে শ্রীঘরে ইউপি চেয়ারম্যান

প্রেমিকাকে ফিরিয়ে নেওয়ায় বাসের নিচে লাফিয়ে পড়ে প্রাণ দিলেন প্রেমিক!

শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর কন্যাশিশুকে নিয়ে পালিয়েছেন স্বামী

সাফ জয়ী জাতীয় দলের ফুটবলার মিরাজুলকে ঝালকাঠিতে সংবর্ধনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :