নিষেধাজ্ঞা অমান্য করে মিরপুর ডিওএইচএসে ফের বিক্ষোভ
চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ-মিছিল করেছেন রাজধানীর মিরপুর ডিওএইচএসে বসবাসকারী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাসহ ছাত্র জনতা ও শিক্ষক সমাজ। ডিওএইচএস পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করেই তারা এই কর্মসূচি পালন করেন।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও শিক্ষক সমাজ’ এর ব্যানারে একটি মিছিল বের হয়। এতে মিরপুর ডিওএইচএসের বসবাসকারী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস— বিইউপির শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। মিছিলটি মিরপুর ডিওএইচএসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় হত্যার বিচার চেয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন মিছিলকারীরা।
এরআগে গতকাল শুক্রবার বিকেলে মিছিল ও সমাবেশ করেন ডিওএইচএস-এর বসবাসকারী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাসহ কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। এরপরই ডিওএইচএস এলাকায় মিছিল মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় ডিওএইচএস পরিষদ। তবে আজ সেই নিষেধাজ্ঞা ভেঙে আবারো রাস্তায় নামেন হাজার হাজার মানুষ।
প্রসঙ্গত, মিরপুর ডিওএইচএস-সহ রাজধানীর অনান্য ডিওএইচএস-এ মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/এমআর)