চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২১:০১ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ২০:২৮

চট্টগ্রাম নগরের চশমা হিলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় হামলা হয়েছে। এ সময় বাসার সামনে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং এর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম নগরের চশমা হিলে ঘটনা ঘটে।

এছাড়া বাসার ভেতরের আসবাব ভাঙচুর করা হয়েছে। বাসভবনে থাকতেন মহিবুলের বাবা সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী। হামলার সময় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাড়িতে ছিলেন না। তবে পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ব্যক্তিগত সহকারী রাহুল দাশ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে কিছু লোক চশমা হিলে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা করে। তারা বাড়ির গেইট ভেঙে ভেতরে ঢুকে এবং বাড়ির নিচে থাকা একটি সেডান কার ও প্রাডো গাড়ি ভাঙচুর করে।

পরে তারা প্রাডো গাড়িতে অগ্নিসংযোগও করে জানিয়ে রাহুল দাশ বলেন, বাসার নিচতলার জানালা এবং আসবাবপত্রও তারা ভাঙচুর করে। এসময় পরিবারের সদস্যরাও ঘরে ছিলেন না।

তবে হামলার বিষয়টি অভিযোগ অস্বীকার করেন ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, ‘আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি টাইগারপাস মোড়ে শেষ হয়েছে। এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায় নেবে না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল গতকাল শুক্রবার বিকালে নগরের নিউমার্কেট চত্বর থেকে শুরু হয়। এরপর মিছিলটি নগরের টাইগারপাস, লালখান বাজার, জিইসি মোড়, ২ নম্বর গেট প্রদক্ষিণ করেছে।

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, আজ শনিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :