ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুরে সকাল ৬টা থেকে রাত ৯টা কারফিউ শিথিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ২২:১৬| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২৩:০৬
অ- অ+

কারফিউ শিথিলের সময় বেড়েছে আরও এক ঘণ্টা। ঢাকাসহ চার জেলায় কারফিউ শিথিলের সময় ১৪ ঘণ্টা করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অর্থাৎ চলাচলে বিধিনিষেধ থাকবে না।

রবিবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সময়সূচি বলবৎ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাতে তার বাসায় এক বৈঠক শেষে কারফিউয়ের নতুন এ সময়সূচির ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতা-সংঘাত দেখা দিলে ১৯ জুলাই মধ্যরাত থেকে প্রথম দেশজুড়ে কারফিউ জারি করা হয়। পরে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে কারফিউ শিথিল করা হয়। ঢাকাটাসহ চার জেলায় একবারে কারফিউ না তুলে ধীরে ধীরে কিছু সময়ের জন্য শিথিল করার ঘোষণা দেয় সরকার।

কারফিউ শিথিলের নতুন এ সূচি ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলার জন্য। অন্য জেলাগুলোতে কারফিউ শিথিলের সময় ঘোষণা করছেন ডিসিরা।

এর আগের চার দিন বুধ থেকে শনিবার পর্যন্ত কারফিউ শিথিল ছিল সকাল ৭টা থেকে রাত ৮টা; ১৩ ঘণ্টা।

কারফিউ শিথিলের সময় বাড়ার সঙ্গে অফিসের সময়ও স্বাভাবিক সূচিতে ফিরছে। মঙ্গলবার দুপুরেই সরকারের তরফে বলা হয়, বুধবার থেকে আগের মতো স্বাভাবিক সময়ে অফিস খোলা থাকবে।

কোটা আন্দোলন ঘিরে সহিংসতা আর কারফিউয়ের কড়াকড়ি কাটিয়ে ১২ দিন পর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারের অফিসসূচির ঘোষণা আসে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আগের মত সকাল ৯টা থেকে বিকাল ৫টা দাপ্তরিক কার্যক্রম চলবে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষে ১৮ জুলাই থেকেই স্থবির হয়ে পড়েছিল রাজধানীর জনজীবন। একের পর এক হতাহতের ঘটনা ও বিভিন্ন স্থাপনায় তাণ্ডব চলানোয় উদ্বেগ ছড়ায়।

পরদিন ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ শুরু হয়। কারফিউর মধ্যে ২১ থেকে ২৩ জুলাই ছিল সাধারণ ছুটি।

পরে কারফিউ কিছুটা শিথিল করা হলে ২৪ জুন অফিস খোলে। ওই দফায় বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা অফিস কার্যক্রম চলে।

ধারাবাহিকভাবে কারফিউ শিথিলের সময় বাড়ানো হলে এ সপ্তাহের রবি থেকে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চালানোর সিদ্ধান্ত হয়। পরে গত সপ্তাহ থেকে স্বাভাবিক সূচিতে ফেরে অফিস।

দিনের বেশিরভাগ সময় কারফিউ না থাকায় রাজধানীসহ সারা দেশে গণপরিবহন চলাচল বেড়েছে। দূরপাল্লার বাস ও লঞ্চও চলছে। বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু করবে। তবে জনজীবনে গতি ফিরলেও স্বাভাবিক চিত্র এখনো ফিরেনি।

এদিকে রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি রয়েছে, যা শুক্রবার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া শনিবার শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফার’ ডাক দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলেনের শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্ম থেকে।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/কেএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা