শিক্ষার্থীসহ জনতার দখলে গাইবান্ধা, সতর্ক অবস্থানে পুলিশ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৩:৫১| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৩:৫৬
অ- অ+

এক দফা দাবিতে দেশজুড়ে অসহযোগ আন্দোলন চলছে। এর ব্যাপক প্রভাব পড়েছে গাইবান্ধায়। রবিবার সকাল থেকেই গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে যানচলাচল বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতাসহ সব শ্রেণি-পেশার লাখো মানুষ।

এর আগে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল গাইবান্ধার ডিসি অফিস এলাকায় একত্রিত হয়। পরে তা জনসমুদ্রে রূপ নেয়। পরে এক কিলোমিটার এলাকা জুড়ে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান শহরগুলো প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার মোড়ে মোড়ে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা গাইবান্ধা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে সমাবেশ করছে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার বি সার্কেল আব্দুল্লাহ আল মামুন জানান, ‘পুলিশ সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিচ্ছে। এখন পর্যন্ত গাইবান্ধার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা