কুষ্টিয়ায় আ.লীগের অফিস ও ট্রাফিক বক্সে ভাঙচুর, আগুন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৮:৩৪ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৭:৩৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে কুষ্টিয়ায় সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন হাজারো বিক্ষোভকারী। এ সময় আওয়ামী লীগের অফিস, ট্রাফিক বক্স ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে শহরের সাদ্দাম বাজারে জমায়েত হন বিক্ষোভকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে চৌড়হাস মোড়ে জড়ো হন তারা। ফেরার পথে ফুলতলায় দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

মজমপুর গেটে যাওয়ার পথে সাদ্দাম বাজার মোড়ে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। মজমপুর গেটে শহরের সবচেয়ে বড় ট্রাফিক বক্সটিও ভাঙচুর করা হয়। এরপর বিক্ষোভকারীরা অবস্থান নেন শহরের এনএস রোডে। কুষ্টিয়ার মডেল থানায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

এর আগে আন্দোলনকারীরা কুষ্টিয়া ট্রাফিক অফিস ভাঙচুর করেন এবং সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ তাদের ধাওয়া দিয়ে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়লে আন্দোলনকারীরা বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেন।

অসহযোগ আন্দোলনে অনেক অভিভাবক, সাধারণ মানুষ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। মিছিল-স্লোগানে উত্তাল হয়ে ওঠে কুষ্টিয়া শহর। এ সময় আন্দোলনকারীরা স্লোগান দেন, ‘আমার ভাই কবরে, বিচার চাই বিচার চাই’, ‘ভুয়া ভুয়া, পুলিশ ভুয়া’, ‘খুনি খুনি, পুলিশ খুনি’, ‘সরকারের পদত্যাগ চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’।

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :