শেরপুরে পুলিশের গাড়ি চাপায় তিন আন্দোলনকারী নিহত
একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগের মধ্যে শেরপুর শহরে পুলিশের গাড়ি চাপায় তিন আন্দোলনকারী মারা গেছেন।
রবিবার বিকালে শহরের খড়মপুর এলাকায় বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে গিয়ে গণমাধ্যমকর্মীরা তিনজনের মরদেহ দেখতে পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের খড়মপুর এলাকা দখলে নিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। এ সময় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের গাড়ি সেদিকে গিয়ে বিক্ষোভকারীদের সামনে পড়ে যায়। তখন আন্দোলনকারীরা তাদের ধাওয়া দেয়। পুলিশের গাড়িটি দ্রুত সরে যাওয়ার সময় তিনজন চাপা পড়েন।
এ সম্পর্কে জানতে চাইলে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম গণমাধ্যমকর্মীদের বলেন, আপনারা যেমন শুনেছেন, আমিও বিষয়টি শুনেছি।
ঢাকাটাইমস/০৫আগস্ট/পিএস