শেরপুরে পুলিশের গাড়ি চাপায় তিন আন্দোলনকারী নিহত

​​​​​​​শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৪, ০০:১১

একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগের মধ্যে শেরপুর শহরে পুলিশের গাড়ি চাপায় তিন আন্দোলনকারী মারা গেছেন।

রবিবার বিকালে শহরের খড়মপুর এলাকায় বিক্ষোভের সময় ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে গিয়ে গণমাধ্যমকর্মীরা তিনজনের মরদেহ দেখতে পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের খড়মপুর এলাকা দখলে নিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। সময় পুলিশ ম্যাজিস্ট্রেটের গাড়ি সেদিকে গিয়ে বিক্ষোভকারীদের সামনে পড়ে যায়। তখন আন্দোলনকারীরা তাদের ধাওয়া দেয়। পুলিশের গাড়িটি দ্রুত সরে যাওয়ার সময় তিনজন চাপা পড়েন।

সম্পর্কে জানতে চাইলে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম গণমাধ্যমকর্মীদের বলেন, আপনারা যেমন শুনেছেন, আমিও বিষয়টি শুনেছি।

ঢাকাটাইমস/০৫আগস্ট/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :