তিতাসে ধাওয়া পাল্টা ধাওয়া: শিক্ষার্থীদের দখলে রাজপথ, আ.লীগ অফিস ভাঙচুর
একদফা দাবিতে কুমিল্লার তিতাসে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বাতাকান্দি বাজারের গৌরীপুর-হোমনা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।
এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের (একাংশ) নেতাকর্মীরা প্রথমে ধাওয়া করে। এরপর আন্দোলনকারী ও শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে এক দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি বাতাকান্দি এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর হোমনা সড়কে অবস্থান নেয়। ফলে ওই এলাকার বিভিন্ন সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা বাতাকান্দি পশ্চিম বাজারের আ.লীগের কার্যালয়সহ স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ভাঙচুর করে। পরে কার্যালয়ের চেয়ার, টেবিল ও ব্যানার বের করে এনে রাস্তায় আগুনে পুড়িয়ে বিক্ষোভ করে।
বিক্ষোভ চলাকালে স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে আন্দোলনকারী ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয়। এসময় আবদুর রহিম নামে এক সংবাদকর্মীর উপর হামলা চালায় আন্দোলনকারীরা। হামলার শিকার হয়ে আবদুর রহিম গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
এর পর বিকাল সাড়ে ৩টার দিকে তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো.আক্তারুজ্জামান সরকার। এসময় সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আসলেও আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে পিছু হটতে বাধ্য হয় তারা।
ঢাকাটাইমস/০৫আগস্ট/পিএস