সেনাপ্রধান দুপুর ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৪:১২ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৪, ১৩:৩৯
দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুপুর তিনটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
সে সময় পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার থেকে এই আন্দোলন রূপ নেয় ‘অসহযোগ’ আন্দোলনে। এ আন্দোলনকে ঘিরে সারাদেশে গতকাল রবিবার পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছে তিন শতাধিক মানুষ। এ প্রেক্ষাপটে রবিবার রাত থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।
(ঢাকাটাইমস/০৫আগস্ট/কেএম)