আখাউড়ায় বৈষম্যবিরোধী বিক্ষোভ, আ.লীগের অফিস ভাঙচুর
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৭:১২ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৪, ১৬:৪৮
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্ররা ব্যাপক বিক্ষোভ করেছেন। সোমবার সকাল ৯টার দিকে আন্দোলনকারীরা খড়মপুর বাইপাস সড়কে অবস্থান নেয়। এ সময় বিএনপির কিছু নেতাকর্মীও তাদের সাথে যোগ দেয়। তারা এক দফা এক দাবি জানিয়ে স্লোগান দেয়।
এদিন দুপুর ১টার দিকে আন্দোলনকারী শত শত ছাত্রজনতা শহরের সড়ক বাজারে চলে আসেন। বিক্ষুব্ধরা আওয়ামী লীগের অফিস, মুক্তিযোদ্ধা অফিসের চেয়ার বের করে আগুন ধরিয়ে দেয়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের অবস্থানরত ট্রেনের কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করে। স্টেশনের কয়েকটি গ্লাস ও শ্রমিক লীগের অফিস ভাঙচুর করেছে।
শহরের রাধানগরে একটি স্পোর্টিং ক্লাব ঘর ভাঙচুর করে। রাস্তায় ব্যানার পোস্টার ফেলে আগুন দেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফার বাড়িতে ঢিল ছোড়ে। এসময় পুলিশ দেখা যায়নি। দুপুর পৌনে ২টায় সেনাবাহিনীর সদস্যরা এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। এসময় বিক্ষোভকারীরা এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার বলে স্লোগান দিতে থাকে। এসময় সেনা সদস্যরা বেলা ২টায় সেনা প্রধান ভাষণ দেবেন জানিয়ে সবাইকে শান্ত থাকতে বলেন। তখন বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়ে।
(ঢাকা টাইমস/০৫আগস্ট/এসএ)