পুলিশ সদর দপ্তরে হামলা
রাজধানী ঢাকার পুলিশ সদর দপ্তরে ঢুকে কয়েকশ মানুষ মিলে হামলা-ভাঙচুর করা হয়েছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকার বঙ্গবাজারের কাছে ফিনিক্স রোডে পুলিশের সদর দপ্তরে এ ঘটনা ঘটে। অনেকটা বিনা বাধায় কয়েকশ মানুষ সদর দপ্তরের প্রধান ফটক দিয়ে ঢুকে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পুলিশের অতিরিক্ত আইজি আতিকুল ইসলাম বলেন, বেশ কিছু লোকজন পুলিশ হেডকোয়ার্টার্সে ঢুকে পড়েছে। তারা হামলা চালিয়েছে। এ দিন ঢাকার বেশ কয়েকটি থানাতেও হামলার ঘটনা ঘটে। ভাঙচুরের পর বেশ কয়েকটি থানায় আগুনও লাগানো হয়। এসব ঘটনায় হতাহতের খবরও এসেছে। উত্তরা পূর্ব থানায় হামলায় অন্তত ১০ জনের হতাহতের খবরও এসেছে।
এসব থানা আক্রমণের শিকার হওয়ার আশঙ্কায় পুলিশ সদস্যরা আগেই সরে যান। রাজধানীর ৫০টি থানার বেশির ভাগই ফাঁকা হয়ে পড়ার তথ্য দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
প্রবল গণআন্দোলনের মুখে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দুপুরের দিকে থেকে হামলার এসব ঘটনা ঘটতে থাকে। এদিন দুপুরের পর একে একে বিভিন্ন থানায় হামলার ঘটনা ঘটতে থাকে। বেশি কয়েকটি থানায় বিকালের পর থেকে আগুন জ্বলতে দেখা গেছে। এসব ঘটনায় পুলিশ সদস্যসহ হতাহতের ঘটনার খবরও মিলেছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিনে ছাত্র-জনতা ঢাকার রাজপথ দখলে নিলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই থানাগুলো অনেক মানুষের আক্রমণের শিকার হয়। একে একে রাজধানীর ৫০টি থানার মধ্যে বেশ কয়েকটি থেকে হামলার খবর আসতে থাকে। থানাগুলোর মধ্যে রয়েছে যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, উত্তরা পূর্ব, বাড্ডা, রামপুরা, খিলগাঁও।
হামলার সময় পুলিশ কর্মকর্তারা লাইট বন্ধ করে যে যার কক্ষে অবস্থান নেন। অবস্থার কিছুটা উন্নতি হলে ভবনের প্রাচীর টপকে কর্মকর্তারা বেরিয়ে যান।
এসব থানায় হামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/০৫আগস্ট/কেএম)