বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০১৭, ২৩:০০
অ- অ+

বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মনিরা বেগম।

বৃহস্পতিবার দুপুরে সাগরদীর হামিদ খান সড়কের শাহিন মিয়ার ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়না তদন্তের জন্য শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শ্বাশুড়ি পিয়ারা বেগমের ডাক চিৎকারে পার্শবর্তী লোকজন ছুটে গিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ মনিরা বেগমের লাশ দেখতে পায়।

কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক মশিউর রহমান জানান, খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে ফাঁস দেয়া অবস্থায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেন তারা।

গৃহবধূর স্বামী নির্মাণ শ্রমিক মেহেদী হাসান জানান, গত ১ বছর আগে তাদের বিয়ে হয়। সাংসারিক জীবন তাদের ভালোই চলছিলো। এছাড়া তার স্ত্রী মনিরা বেগম ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলো বলেও জানায় স্বামী মেহেদী।

স্বামী-স্ত্রীর উভয়ের দেশের বাড়ি আমতলীর কলাগাছিয়া গামে।

(ঢাকাটাইমস/০৮জুন/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে আহত আরও ২ জন
সিরাজগঞ্জে অস্ত্রসহ দুজন আটক
কক্সবাজারের চকরিয়ায় যুবককে গুলি করে হত্যা
নড়াইলে যুবকের রহস্যজনক মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা