মির্জাপুরের বিএনপির ২৫ নেতাকর্মী জামিনে মুক্ত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গল ও বুধবার দুই দিনে টাঙ্গাইল জেলা কারাগার থেকে তারা জামিনে মুক্তি পান।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ জানান, গত বছর পুলিশ বাদী হয়ে মির্জাপুর থানায় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে ২টি মামলা করেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে সেই মামলায় তাদের ২৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে শেখ হাসিনা সরকারের পতন হলে সারাদেশের ন্যায় মঙ্গলবার ও বুধবার দুদিনে মির্জাপুরের ২৫ নেতাকর্মীকে জামিন দেয় আদালত।
এছাড়া গত বছরের ৩১ অক্টোবর বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালীন মসজিদের মাইকে ঘোষণার ঘটনায় পৌর এলাকার বংশাই সেলুঘাট মসজিদের মুয়াজ্জিন ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। আদালত মসজিদের মুয়াজ্জিন ওমর ফারুককেও জামিন দেন।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. মোকলেছুর রহমান জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকা টাইমস/০৭আগস্ট/এসএ)