ইনজুরির তিন সপ্তাহ পর মেসিকে নিয়ে সুখবর দিলেন মায়ামি কোচ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ১৪:৩৯
অ- অ+

কোপা আমেরিকার ফাইনালের প্রথমার্ধে কলম্বিয়ান ডিফেন্ডারের কড়া ট্যাকেলে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। মাঠ ছেড়ে বেঞ্চে বসে লিওনেল মেসির অঝোরো কাঁদার দৃশ্য এখনও ভোলেননি তার সমর্থকরা। তখন অনেকেই এমনটাই ধারণা করে নিয়েছিলেন, লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে এই আর্জেন্টাইন মহাতারকাকে। ম্যাচের পর আর্জেন্টিনা দল থেকে জানানো হয়েছিল চোট থেকে ফিরতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে মেসির।

এবার মেসির সর্বশেষ অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো। তার সুরে মিলল আশার বাণী। চোট থেকে সেরে ওঠার নির্ধারিত সময়ের মধ্যেই মেসি মাঠে ফিরবেন বলে আশা রাখছেন মায়ামি কোচ।

রবিবারের লিগ কাপের ম্যাচ উপলক্ষ্যে মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানেই জানালেন মেসির জিম সেশন শুরুর কথা। পায়ের ব্যাথা এবং ফোলা কমে যাওয়ার পর গতকাল থেকেই জিমে যাওয়া শুরু করেছেন তিনি।

টাটা মার্টিনো জানান, ‘লিও ঠিক আছে। এখনো জিমে আছে। প্রতিদিনই কিছুটা উন্নতি হচ্ছে। আমরা পুনর্বাসনের যে সময়টা ধরে রেখেছি সে ওটার মধ্যেই ফিরতে পারে।’ লিওনেল মেসির পুরোপুরি সুস্থতার জন্য অন্তত ৪ থেকে ৬ সপ্তাহের কথা বলা হয়েছিল ইন্টার মায়ামির পক্ষ থেকে। সে হিসেবে আরও বেশ খানিকটা সময় মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে।

এদিকে মেসির জন্য শুধু ইন্টার মায়ামিই নয়, অপেক্ষা করছে তার দেশ আর্জেন্টিনাও। সেপ্টেম্বরেই বিশ্বকাপ বাছাইপর্বের সূচিতে দুইটি ম্যাচ রয়েছে আলবিসেলেস্তেদের। ৫ সেপ্টেম্বর চিলি এবং ৭ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে স্কোয়াড ঘোষণার আগে শেষ মুহূর্ত পর্যন্ত মেসির অপেক্ষায় থাকবে আলবিসেলেস্তেরা।

(ঢাকাটাইমস/০৮ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা