শেখ হাসিনার ভারত ছাড়ার বিষয়ে যা বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রবল গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। অন্য কোনো দেশে আশ্রয়ের নিশ্চয়তা না মেলা পর্যন্ত সেখানেই অবস্থান করতে পারবেন বলে এ বিষয়ে তাকে আশ্বস্ত করেছে ভারত সরকার। তবে শেখ হাসিনা কখন ভারত ছাড়বেন সে সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, ‘আমাদের কাছে শেখ হাসিনার পরিকল্পনার কোন আপডেট নেই।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে...আজ রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ হবে। তাই, একবার সেই বিষয়গুলো স্বাভাবিক হলে, আমরা একটা বিষয়ের ওপর জোর দিতে চাই, তা হলো- সেখানে অবস্থানরত ভারতীয় এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।’
রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে হাইকমিশন ছাড়া আরও চারটি সহকারী হাইকমিশন রয়েছে। আমরা তাদের (বাংলাদেশ কর্তৃপক্ষ) সাথে এটি এবং সেখানে আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা আশা করি যে আইনশৃঙ্খলা যত তাড়াতাড়ি সম্ভব উন্নত হবে যাতে আমাদের উচ্চ কমিশন আবার কার্যকরী হয়ে উঠবে।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার রিপোর্ট সম্পর্কেও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
তিনি বলেন, ‘আমরা সংখ্যালঘুদের অবস্থার বিষয়েও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সুরক্ষা নিশ্চিত করতে গোষ্ঠী এবং সংস্থাগুলোর বিভিন্ন উদ্যোগের রিপোর্টও রয়েছে। সংখ্যালঘুদের হয়ে...আমরা এই পদক্ষেপগুলোকে স্বাগত জানাই।’
জয়সওয়াল বলেন, ‘সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি সরকারের দায়িত্ব। আমরা বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত পুনরুদ্ধারের আশা করি। এটি সামগ্রিকভাবে বাংলাদেশের এবং উভয়ের স্বার্থেই। সামগ্রিকভাবে বৃহত্তর অঞ্চল।"
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে যে কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে আমাদের হাইকমিশনার অংশগ্রহণ করবেন।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
(ঢাকাটাইমস/০৮আগস্ট/এমআর)