নতুন সরকারকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অভিনন্দন

অন্তর্বর্তীকালীন সরকারের নবগঠিত উপদেষ্টা পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় পীর সাহেব চরমোনাই নবগঠিত উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সব উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গত ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন সবাই মিলে সম্মিলিতভাবে রাষ্ট্র সংস্কার এবং একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসন দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে নির্বাচনকে করেছে নির্বাসিত। ব্যাপক লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে করেছে বিপর্যস্ত। বৈষম্যহীন অর্থনৈতিক মুক্তি এবং রাষ্ট্রের সকল অসঙ্গতি দূর করে দুর্নীতি দুঃশাসনমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র গঠন এখন সময়ের দাবি।’
নতুন উপদেষ্টা পরিষদকে সে লক্ষ্যে কাজ করতে হবে উল্লেখ করে আইএবি আমির বলেন, ‘নতুন বাংলাদেশ বির্নিমাণে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সাম্য, মানবিক মর্যাদা, ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে।’
বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের গণ আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের চারদিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ছাড়া উপদেষ্টা হিসেবে আরও ১৩ জন শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন এই সরকারের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।
এছাড়া রাষ্ট্রপতি মনোনীত আরও ৩ জন উপদেষ্টা শপথের অপেক্ষায় রয়েছেন। এদিন নির্ধারিত সময়ে বঙ্গভবনে উপস্থিত না থাকায় তাদের শপথ গ্রহণ হয়নি।
প্রধান উপদেষ্টা ছাড়া যে ১৩ জন শপথ নিয়েছেন তারা হলেন— ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, এ এফ হাসান আরিফ, আ.ফ.ম খালিদ হোসেন, তৌহিদ হোসেন, আদিলুর রহমান খান, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ফরিদা আখতার, নূর জাহান বেগম এবং শারমিন মুরশিদ।
(ঢাকাটাইমস/০৮আগস্ট/এসআইএস)

মন্তব্য করুন