রাজধানীতে ডাকাত আতঙ্ক, কয়েকজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৯:১৫ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ০৮:৫০
ঢাকায় ডাকাত আতঙ্ক দল বেঁধে পাহারা

দেশে পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে ডাকাতি হচ্ছে। এতে আতঙ্কগ্রস্ত পুরো রাজধানীবাসী। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজন নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন। ডাকাতির খবর পেয়ে এলাকাবাসী ফোন করছেন সেনাবাহিনী ও বিজিবিকে।

রাজধানীর গোড়ান, নন্দীপাড়া, বাসাবো, বনশ্রী, রামপুরা, শাখারী বাজার, কাঁঠালবাগান ও মিরপুর এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাত পড়ার খবরে এসব এলাকায় মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মসজিদের মাইকে ডাকাত দল এলাকায় প্রবেশ করার খবর শুনে সবাই সতর্ক হয়ে যায়। এসময় অনেকে সেনাবাহিনী ও বিজিবির দেওয়া জরুরি নম্বরে ফোন করেন। ডাকাতের খবর পেয়ে কাঁঠালবাগান এলাকায় সেনাবাহিনীর টহল দল যায় গেছে বলে জানা গেছে।

অপরদিকে স্থানীয় লোকজন মিরপুর মাজার রোডে তিনজন এবং শনির আখড়ায় একজন ডাকাতকে আটক করেছেন।

এর আগে গত বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, বসিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় মসজিদে মাইকিং করে নাগরিকদের সতর্ক করা হয়।

বুধবার আইএসপিআর থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকায় ডাকাতি অথবা জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ফোন করার জন্য নগরবাসীকে বলা হয়েছে। বিজিবির সহায়তার জন্য যোগাযোগের নম্বর: ০১৭৬৯-৬০০৫৫৫, ০১৮৮৯-৬০০৫৫৫।

এদিকে দেশব্যাপী নাশকতা ও ডাকাতি প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি করে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একবার করে মসজিদের মাইকে জনগণকে সচেতন করতে বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের কার্যালয়।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

যৌথ অভিযান: দশ দিনে ১৪৪টি অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

আমিরাত থেকে ফিরলেন আরও ২৬ জন, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

শীতল সম্পর্কের মধ্যে ড. ইউনূসের বলিষ্ঠ বক্তব্যে বিস্মিত ভারত

সম্পর্ক জোরদারে শনিবার ঢাকায় আসছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সীমান্তে বৈঠক: বিজিবির কড়া প্রতিবাদে গুলি না করার প্রতিশ্রুতি বিএসএফের

সাংবাদিকদের বেতন কাঠামোসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মপরিকল্পনা

জনগণের টাকা ফেরাতে বেসরকারি ব্যাংকের জন্য রোডম্যাপ হবে: রিজওয়ানা হাসান

উত্তম ব্যবহার ও যথাযথ আইন প্রয়োগে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার নির্দেশ ডিএমপি কমিশনারের

এই বিভাগের সব খবর

শিরোনাম :