প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন কমলা
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হচ্ছেন প্রধান দুই প্রার্থী সাবেক দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী ১০ সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যম এবিসির আয়োজনে এই প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠিত হবে। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবনে পাম বিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, তিনি এই বিতর্কে যেতে ইচ্ছুক। পাশাপাশি ৪ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর বিতর্ক অনুষ্ঠানের যে প্রস্তাব দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স এবং এনবিসি, তাকেও সমর্থন করেছেন তিনি।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কমলা জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে বিতর্কের জন্য তিনি ১০ সেপ্টেম্বরের অপেক্ষা করছেন।
কমলা সাংবাদিকদের বলেছিলেন, তিনিও আরও বিতর্কে ইচ্ছুক। তবে তার একজন প্রচার কর্মকর্তা বলেছেন ৪ সেপ্টেম্বর ফক্স বিতর্ক তাদের সূচির বাইরে রয়েছে।
এদিকে ফক্স এবং এনবিসি- দুটি সংবাদমাধ্যমের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১০ সেপ্টেম্বরের বিতর্ক দেখার পর পরবর্তী বিতর্কের সূচি নতুন করে তৈরি করবেন তারা।
প্রসঙ্গত, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। শুরুতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ২১ জুলাই তিনি প্রার্থিতা প্রত্যাহারের পর দলটির প্রার্থী হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
গত ২৮ জুন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের উদ্যোগে এবারের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক হয়েছিল। সেই বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প এবং বাইডেন। সেখানে ট্রাম্পের কাছে শোচনীয়ভাবে পরাজিত হতে হয়েছিল বাইডেনকে। বিতর্কে বাইডেন প্রায়ই কথার খেই হারিয়ে ফেলছিলেন এবং তাকে খুব একটা আত্মবিশ্বাসীও দেখাচ্ছিলো না।
মূলত এই ঘটনার পরেই তার দলের সমর্থকদের মধ্যেই অনেকে বাইডেনের বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ডেমোক্রেটিক পার্টিতেও বাইডেনের অবস্থা নড়বড়ে হয়ে পড়ে। চাপে পড়ে শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বাইডেন।
(ঢাকাটাইমস/০৯আগস্ট/এমআর)