‘জুডিশিয়ারি ক্যু রুখে দিতে’ হাইকোর্ট অভিমুখে পদযাত্রা

সরকারের সঙ্গে আলোচনা না করে সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভা ডাকার প্রতিবাদে এবং ‘জুডিশিয়ারি ক্যু রুখে দিতে’ হাইকোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যদিও ইতমধ্যে ফুলকোর্ট সভা স্থগিত করে দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০টা ৩৩ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদযাত্রার একটি ভিডিও পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
তিনি আরও বলেন, “আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উসকানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করুন এবং ফুলকোর্ট মিটিং বন্ধ করুন।”
পরে ১০টা ৪০ মিনিটে “সবাইকে প্রধান বিচারপতির বাসভবনের দিকে আসার’ আহ্বান জানিয়ে আরেকটি পোস্ট দেন তিনি।
এদিকে আবদুল হান্নানের পোস্টের পরে ফেসবুকে লাইভে আসেন আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি ছাত্র-নাগরিকের অভ্যুত্থান রক্ষার্থে জুডিশিয়ারি ক্যু রুখে দিতে হাইকোর্ট ঘেরাওয়ের আহ্বান জানান।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এফএ)

মন্তব্য করুন